সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাণিজ্য মেলায় দর্শনার্থী কম বিক্রি বেশি

জাহাঙ্গীর আলম হানিফ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

বাণিজ্য মেলায় দর্শনার্থী কম বিক্রি বেশি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা - বিক্রয়কর্মীদের হাঁকডাকে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। গতকাল মেলার ২১তম দিনে বেশকিছু স্টলে এমন চিত্র দেখা গেছে -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে চলছে কেনাকাটার ধুম। তবে গুলিস্তানের মতো বাইচ্ছালন ১০০ কিংবা ক্রেতাদের স্টলে টানতে হাত ধরায় বিব্রত ও বিরক্ত মেলায় আগত অনেক দর্শনার্থী। আবার ইরানি স্টলে পাওয়া যাচ্ছে দেশীয় সব পণ্য। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেলায় আগতদের অনেকে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন শহর প্রকল্পের স্থায়ী প্যাভিলিয়নে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। গতকাল দর্শনার্থী কম থাকলেও বেচাকেনা ভালো হয়েছে। আর এ মেলা ঘিরে সব রকম পণ্যের স্টলে ভিড় আর বিক্রির পরিমাণ বেড়েছে। ফলে মেলার আশপাশ এমনকি পুরো পূর্বাচলে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ২১তম দিন বিকালে মেলা ঘুরে দেখা যায়, নিত্যপণ্য ছাড়াও ইলেকট্র্রনিকস পণ্যের পাশাপাশি  নামিদামি প্রতিষ্ঠানের ফার্নিচারের সমাহার। এসব প্রতিষ্ঠানে বিশেষ ছাড় দেওয়ায় ক্রেতার সংখ্যা বেড়েছে বহুগুণ। মেলার আয়োজক প্রতিষ্ঠানের সহযোগী কর্মী ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন নিরব বলেন, দর্শনার্থীরা অনেকে কেনাকাটা করছেন। আবার অনেকে চাহিদামতো ডিজাইনের পণ্য অর্ডার করছেন। মেলার প্রবেশদ্বারে দায়িত্বরত কর্মকর্তা ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল আজিজ বলেন, লোকজনের উপস্থিতি ভালো। নিরাপত্তা ব্যবস্থাও অনেক জোরদার।

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী মাহিরা তাসফি প্রভা বলেন,  ছাড় পেতে মেলায় এলাম। এসে দেখি ফুটপাতের মতো ব্যবসায়ীরা ডাকাডাকি করছেন।

মেলায় ঘুরতে আসা গৃহিণী তাহছিনা আক্তার নিশাত বলেন, ঢাকা থেকে যারা শেখ হাসিনা সরণি দিয়ে এসেছেন তারা ভালোমতো আসতে পারছেন। মেলার এক প্রাচীরে শত শত বাহারি পণ্যের স্টল থাকায় মন মতো বেছে নিতে পারছি। এবারের মেলা আগের তুলনায় জমজমাট। 

ইরানি স্টলে দেখা যায় কিয়াম প্রেসার কুকারসহ নানা গৃহস্থালি সামগ্রী। এ বিষয়ে মেলার বিক্রয়কর্মী হামিদা বেগম বলেন, আমরা ইরানি স্টলের এক পাশ ভাড়া নিয়েছি। মেলা জমাতেই সব পণ্য রেখেছি। 

মেলার ব্যবসায়ীদের দাবি, দর্শনার্থীদের উপস্থিতি বাড়ায় বিক্রি বেড়েছে। তবে বিক্রিই তাদের উদ্দেশ্য নয়। পণ্যগুলো বিক্রির চেয়ে প্রদর্শনীই প্রাধান্য দেওয়া হয়। তবে বিক্রি ভালো হচ্ছে। মেলায় এবার রেকর্ড বিক্রির সম্ভাবনা রয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে ১৩টি বিদেশি স্টল। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির স্টল সাজাচ্ছেন। আশা করা হচ্ছে এ মেলায় এবার ৫০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাবেন জানিয়েছে ইপিবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর