মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অসুস্থ ছেলেকে মায়ের পাশ থেকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

অসুস্থ ছেলেকে মায়ের পাশ থেকে তুলে নেওয়ার অভিযোগ

নিখোঁজ হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে -বাংলাদেশ প্রতিদিন

মায়ের পাশ থেকে অসুস্থ ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মমতাজ বেগম। পাঁচ মাস ধরে তিনি ২০ বছর বয়সী মোহাম্মদ রহমত উল্লাহর কোনো খোঁজ পাচ্ছেন না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিখোঁজ হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংবাদ সম্মেলনে মমতাজ বেগম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোশাক পরা এবং সাদা পোশাকের একটি দল তার ছেলেকে তুলে নিয়ে গেছে। তার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত না। কারও সঙ্গে কোনো বিবাদও নেই। তিনি বলেন, আমি আমার ছেলের সন্ধান চাই। রহমত উল্লাহর বোন রাজিয়া আক্তার বলেন, ২০২৩ সালের ২৯ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে একটি দল তাদের বাড়িতে যায়। রহমত উল্লাহর জ্বর থাকায় তিনি মায়ের পাশে শুয়ে ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাড়ি এলে তার মা দরজা খুলে দেন। এ সময়  রহমত উল্লাহকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়। কারণ জানতে চাইলে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে বলে জানায়। রাজিয়ার অভিযোগ, এ ঘটনায় প্রথমে ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে নেওয়া হয়নি।  স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ হওয়ার পর গত ৭ অক্টোবর জিডি নেওয়া হয়। তিনি আরও বলেন, তারা র‌্যাব, ডিবির কার্যালয় এবং কারাগারে ভাইয়ের খোঁজ নিয়েছেন। কিন্তু কোনো হদিস পাননি। আমার ভাই যদি কোনো অপরাধে যুক্ত থাকে, তবে প্রচলিত আইনে বিচার হোক। কিন্তু তাকে সুস্থ অবস্থায় ফেরত চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর