মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ছাত্রলীগ কর্মী হত্যা মামলা

সিসিক কাউন্সিলর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হিরণ মাহমুদ নিপু সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

হিরণ মাহমদু নিপুর আইনজীবী মিসবাহ উদ্দিন সিরাজ জানান, হিরণ মাহমুদ মহানগর দায়রা জজ আদালতে আত্মসর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ২০২৩ সালের ২০ নভেম্বর রাতে নগরীর বালুচর টিবি গেট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর