বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জবির প্রধান ফটক যেন মরণফাঁদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটক এখন শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের মূল ক্যাম্পাসে প্রবেশ করতে রীতিমতো যুদ্ধ করতে হয় রাস্তায় চলাচল করা গণপরিবহনের সঙ্গে। এ ভোগান্তি ১৯ বছরেও শেষ হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের সব সড়কে নিয়মিত লেগে থাকে অসংখ্য গাড়ির জটলা। প্রতিদিনই ঘটছে রাস্তা পারাপারে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। এসব আতঙ্ক নিয়ে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হতে হয় হাজার হাজার শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে গেছে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার সদরঘাট লঞ্চ টার্মিনাল। রাজধানীর গুলিস্তান, সদরঘাট, শ্যামবাজার, লক্ষ্মীবাজার, ইসলামপুর, পাটুয়াটুলীসহ আরও অসংখ্য সড়ক মিলিত হয়েছে ক্যাম্পাসের মূল প্রবেশ পথে। সরেজমিন দেখা যায়, প্রধান ফটকে কোনো ধরনের  গতিরোধক না থাকার কারণে বেপরোয়াভাবে যানবাহন চলাচল করে। এ জন্য দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে এই রাস্তায় চলাচল করা শিক্ষার্থীদের। এখানে নেই কোনো ফুটওভার ব্রিজ বা বিকল্প ব্যবস্থা, যাতে দুর্ঘটনা ঝুঁকি কমানো যায়। আবার এ রাস্তায় অধিকাংশ সময় জ্যাম থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,  আমাদের এমন কোনো গেট নেই যার মাধ্যমে স্বস্তিতে ক্যাম্পাসে প্রবেশ করতে পারব।

সর্বশেষ খবর