বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আম কাঁঠাল আনারস সবজি রপ্তানিতে বড় সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

আম, কাঁঠাল, আনারস, সবজিসহ মাছ রপ্তানিতে বড় সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। এ জন্য কৃষিপণ্যের আধুনিক সরবরাহ ব্যবস্থা, কুল চেইন, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে আমাদের কৃষি খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে। সেজন্য দেশে নিরাপদ কৃষিপণ্য ব্যবস্থাপনা বা ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস-গ্যাপ’ বাস্তবায়ন জরুরি। গতকাল কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ সময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, মহাসচিব মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, সম্প্রতি চীনের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ বলেন, জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই।

সর্বশেষ খবর