বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দেশের উন্নয়নে ভূমিকা রাখছে বেতার

তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের উন্নয়নে বাংলাদেশ বেতার প্রশংসনীয় ভূমিকা রাখছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে বেতারের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক এফএম রেডিও ও কমিউনিটি রেডিওকে কাজ করতে হবে। গতকাল বিশ্ব বেতার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ের সদর দফতরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং ইউনেস্কোর ঢাকা অফিস প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান মারি ভাইজ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষের এ যুগে বেতারকে চ্যালেঞ্জিং সময় পার করতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে চটকদার ও সস্তা বিনোদনের পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও উদ্ভট সংবাদ প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে। এই প্রতিকূল ও প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতিতেও বেতার নিজস্ব মানদণ্ড অনুসরণ করে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। মহান মুক্তিযুদ্ধসহ দেশের মানুষের সব গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ বেতারের অবিস্মরণীয় ভূমিকা সর্বজনবিদিত।

সর্বশেষ খবর