বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কর্মকর্তার ওপর হামলা

বন্ধ কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের নির্মাণকাজ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে ভাইয়া অ্যাপারেলস লিমিটেডের কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত চার দিন ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ। হামলার ঘটনায় ১২ ফেব্রুয়ারি অজ্ঞাত আট-নয়জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সোহেল আহম্মেদ রুপম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর জিলা স্কুল-সংলগ্ন প্লানেট এসআর মার্কেটে পণ্য প্রদর্শন ও বিক্রয়ের মেলা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি ছিল মেলার শেষ দিন। ওইদিন মেলায় প্রদর্শনের জন্য আনা অবিক্রীত মালামাল বাসায় পৌঁছে দিয়ে রাত পৌনে ১২টার দিকে নৈশভোজে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে আট-নয়জনের একটি দল ভাইয়া গ্রুপের নির্বাহী পরিচালক ও কুমিল্লা ইপিজেডে নির্মাণাধীন ভাইয়া অ্যাপারেলস লিমিটেডের তদারকির দায়িত্বে থাকা সোহেল আহম্মেদ রূপমের ওপর হামলা করেন। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়, আঘাত করা হয় শরীরের অন্যান্য স্থানেও। এ ছাড়া দুর্বৃত্তরা ১ লাখ ২০ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন ও নগদ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সর্বশেষ খবর