বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সংক্ষিপ্ত নোটিসে গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা যাবে না

-তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংক্ষিপ্ত নোটিসে গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা যাবে না

সংক্ষিপ্ত নোটিসে গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা যাবে না এমন নির্দেশনা দিয়ে সব গণমাধ্যমে চিঠি পাঠানো হবে। এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি জানান, সংবাদকর্মীকে ছাঁটাই করতে হলে তিন মাস আগে নোটিস দিতে হবে। প্রতিমন্ত্রী সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। প্রতিমন্ত্রী গতকাল সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, সকালবেলা চাকরিচ্যুত করার চিঠি ধরিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে সব ধরনের সর্বজনীন মানবাধিকার নীতির লঙ্ঘন। এটা আটকানোর জন্য কোনো আইনের দরকার আছে মনে করি না। তথ্য মন্ত্রণালয় থেকে অফিশিয়ালি একটি নির্দেশনা দেব, আপাতত কোনো গণমাধ্যমকর্মীকে কোনো প্রতিষ্ঠান শর্ট নোটিসে চাকরিচ্যুত করতে পারবে না। কমপক্ষে তিন মাসের নোটিস দিতে হবে।

সর্বশেষ খবর