বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বস্ত্র খাত একজন মোড়লের ওপর নির্ভরশীল নয় : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বস্ত্র খাত একজন মোড়লের ওপর নির্ভরশীল নয় : বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের বস্ত্র খাত এখন আর একজন মোড়লের ওপর নির্ভরশীল নয়। বিশ্ববাজারে আমরা প্রতিযোগিতা করে বাজার তৈরি করছি, বিশ্ববাজার আমরা দখল করছি। তবে কেউ কেউ ষড়যন্ত্রের অংশ হিসেবে গার্মেন্ট শিল্পকে ব্যবহার করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। গতকাল সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে বস্ত্র ও পাট সচিব মো. আবদুর রউফ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ নেতারা উপস্থিত ছিলেন। পোশাকশিল্পের বাজার ছোট হয়ে যাচ্ছে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম মেম্বার বলেন, বিজিএমইএ সভাপতিও বিষয়গুলো তুলে ধরেছেন। সভাপতির রিপোর্টে আজ আশ্বস্ত হয়েছি। আপনি যে জায়গার কথা ইঙ্গিত করছেন, আমিও সে জায়গার কথা ইঙ্গিত করে বলছি, আমরা একজন মোড়লের ওপর নির্ভরশীল নই।

সর্বশেষ খবর