শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সেবা সার্ভিস সেন্টার সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা

সেবা সার্ভিস সেন্টার সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা

দেশের সব জনগোষ্ঠীর জন্য ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবা সহজলভ্য করতে সারা দেশে ডিজিটাল সেবা সেন্টার প্রতিষ্ঠায় এটুআই এবং সাবলাইম লিমিটেড একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে গতকাল রাজধানীর আগারগাঁও আইসিটি ডিভিশনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটুআইয়ের প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা ও সাবলাইম লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১০ সালের ১১ নভেম্বর দেশের ৪ হাজার ৫০১টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন, যা বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামে সুপরিচিত। জনগণের দোরগোড়ায় সহজে দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দিতে সারা দেশে এ পর্যন্ত ৯ হাজার ৩৯৭টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৩৮৫টির বেশি সেবা দেওয়া হচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অনন্য এ উদ্যোগ আন্তর্জাতিক পরিমন্ডলেও স্বীকৃত এবং বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে এটুআই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। -বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর