বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাজধানীতে তিন দিনের ইজতেমায় মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজক্যাম্প সংলগ্ন কাওলা ময়দানে শুরু হয়েছে তিন দিনের ‘সুন্নাতে ভরা আন্তর্জাতিক ইজতেমা’। ইজতেমার প্রথম দিনেই গতকাল দেশের দূর-দূরান্ত থেকে মুসল্লির ঢল নেমেছে। কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে গতকাল ফজরের নামাজের পর দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এরপর থেকে নামাজের ফজিলত, সময়ের গুরুত্ব, সন্তানের সুশিক্ষা ও পরিবারের সংশোধন ইত্যাদি বিষয়ে আলোচনায় অংশ নেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা মুহাম্মদ জাকির আত্তারী, মুহাম্মদ ইমরান আত্তারী, মাওলানা মুহাম্মদ রিয়াজ আত্তারী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, মাওলানা নাইমুল হায়দার কাদেরী ও মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী। শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনের ইজতেমা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর