বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নকল পণ্য বিক্রির অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশুখাদ্য ও প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো র‌্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় সিম্ফনি ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, এ কে এস ক্যাবলকে ৫ লাখ টাকা, নাজমা ফুড অ্যান্ড বেভারেজকে ৮ লাখ টাকা, এম ভি করপোরেশন অ্যান্ড স্টিকসকে ৫ লাখ টাকা, হাসান কেমিক্যাল কোম্পানিকে ৫ লাখ টাকা, এস টি জেড ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, এম এফ কেমিক্যাল অ্যান্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা, পিউর কনজিউমারকে ৩ লাখ টাকা ও মিল্লাত মেনুফেকচারিং কোম্পানিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করার পর ধ্বংস করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর