বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সূচকের পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের মতো সপ্তাহের তৃতীয় দিনেও শেয়ারবাজারে দরপতন হয়েছে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও   (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার। দাম কমেছে ২৭৮টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৭১ পয়েন্টে নেমে গেছে।

প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪৭২ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ১২১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দাম বেড়েছে। দাম কমেছে ১৯২টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ২২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৪ কোটি ৯২ লাখ টাকা।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর