শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদের ৮২তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদের ৮২তম জন্মবার্ষিকী আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম. এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেহপুর গ্রামের মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মবার্ষিকী উপলক্ষে ড. এম. এ ওয়াজেদ ফাউন্ডেশন এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফাতেহা পাঠ, কবর জিয়ারত, দোয়া মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণ ও স্মরণসভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সকালে বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত থাকবেন পীরগঞ্জ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। ওয়াজেদ মিয়ার শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর তাকে ফতেহপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর