শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দেড় হাজার মানুষ

বসুন্ধরা আই হসপিটাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দেড় হাজার মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের পরিচালনায় বিনামূল্যে চক্ষু শিবিরে দেড় হাজার নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন চক্ষু সহায়তা কেন্দ্র এই চক্ষু শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চক্ষু শিবিরে বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের চক্ষু ও রেটিনা বিশেষজ্ঞ ডা. মজুমদার গোলাম রাব্বির নেতৃত্বে একদল চক্ষু চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। এর আগে কলেজ অডিটোরিয়ামে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হক। এ সময় চক্ষু সহায়তা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মাখনসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী চক্ষু শিবিরে দেড় হাজার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং এদের মধ্য থেকে বাছাই করা ১০০ জনকে ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। চিকিৎসা নিতে আসা সত্তরোর্ধ্ব আমেনা বিবি বলেন, গত বছর তিনি বসুন্ধরা আই হসপিটালে গিয়ে এক চোখ অপারেশন করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। এবার এসেছেন অপর চোখ অপারেশন করার জন্য। অপর ষাটোর্ধ্ব জুলেখা বেগম বলেন, তিনি দুই চোখে ঝাপসা দেখছেন। তাই মানুষের কাছে শুনে তিনি চোখ অপারেশনের জন্য এসেছেন। অন্যদিকে প্রায় ৯০ বছর বয়সী আবদুস সাত্তার বলেন, ইতিপূর্বে তিনি চোখে না দেখতে পাওয়ার ফলে দৈনন্দিন কাজকর্ম সারতে পারতেন না। গত বছর বসুন্ধরা আই হসপিটালে গিয়ে বিনামূল্যে একটি চোখ অপারেশন করিয়ে এখন স্বাভাবিকভাবে সব কাজকর্মই করতে পারছেন। এবার এসেছেন অপর চোখ অপারেশনের জন্য। তিনি এই মহৎ কাজের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকের মঙ্গল কামনা করেছেন।

চক্ষু শিবিরের আয়োজনকারী চক্ষু সহায়তা কেন্দ্র, চুনাখালী-বিশ্বাসপাড়া, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম জানান, গত পাঁচ বছর ধরে ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে সাড়ে সাত হাজার মানুষকে চক্ষু চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে এবং ৭০০ মানুষকে ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করানো হয়েছে। এ জন্য তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর