শিরোনাম
শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ড. ওয়াজেদ মিয়া নির্লোভ মানুষ ছিলেন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ড. ওয়াজেদ মিয়া একজন নির্লোভ মানুষ ছিলেন। স্মার্ট দেশের স্মার্ট মানুষ হতে হলে সবাইকে বিজ্ঞানমনস্ক হতে হবে। এ জন্য ড. ওয়াজেদ মিয়ার পদাঙ্ক অনুসরণ করতে হবে। তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব হচ্ছে। গতকাল বাদ মাগরিব পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল।

ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত : খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে তাঁর কবরে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্ট, জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, জেলা ও উপজেলা ছাত্রলীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ রংপুর, ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন পীরগঞ্জ, সরকারি শাহ আবদুর রউফ কলেজ, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, ড. এম এ ওয়াজেদ মিয়া স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ড. ওয়াজেদ মিয়ার জন্মদিবস পালন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর