শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় খাসিয়া বীর উ তিরৎ সিংয়ের ভাস্কর্য

উন্মোচন করলেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী স্নিয়াভলং ধর

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় খাসিয়া বীর উ তিরৎ সিংয়ের ভাস্কর্য উন্মোচন করলেন মেঘালয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী স্নিয়াভলং ধর। রাজধানী ঢাকার ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আঙ্গিনায় গতকাল এটি উন্মোচন করা হয়েছে। উন্মোচন অনুষ্ঠানে ছিলেন মেঘালয়ের শিল্প ও সংস্কৃতিমন্ত্রী পল লিংডোহ, তথ্য ও জনসংযোগমন্ত্রী ড. এম আমপারিন লিংডোহ, রাজ্য পরিকল্পনা বোর্ড চেয়ারম্যান মেটবাহ লিংডোহ, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হ্যামলেটসন ডহলিং প্রমুখ।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক ও ঐতিহাসিক সম্পর্কের প্রমাণ আজকের এই অনুষ্ঠান। উ তিরৎ সিং তাঁর জীবনের শেষ দুই বছর ঢাকায় বন্দি ছিলেন। এই সাহসী বীরের সম্মানে এখানে ভাস্কর্য স্থাপন শুধুমাত্র ইতিহাসের অংশ হওয়া নয় এটা সবার জন্য সম্মানেরও। উ তিরৎ সিং সিইয়েম ছিলেন হীমা খাসাও ফ্রা (বর্তমানে নংখলাও) প্রদেশের রাজা। তিনিই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গড়ে ওঠা খাসিয়া জাতির জ্বলন্ত বিদ্রোহের সূত্রপাত করেন। অস্ত্রশস্ত্রের দিক থেকে ধূর্ত আক্রমণকারীদের সমকক্ষ না হওয়া সত্ত্বেও ব্রিটিশের বিরুদ্ধে চার বছর ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে যান তিনি ও তাঁর সেনাবাহিনী। খাসিয়া রাজা উ তিরৎ সিং ১৮৩৩ সালের ৯ জানুয়ারি আহতাবস্থায় আটক হন। পরবর্তীতে ঢাকায় কারাগারে তাকে অন্তরীণ রাখা হয়। কারাবন্দি অবস্থায় মাত্র ৩৩ বছর বয়েসে ১৮৩৫ সালের ১৭ জুলাই মারা যান তিনি। মেঘালয় ও আসামের অধিবাসীদের শৌর্যবীর্যের প্রতীক এই বীরের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁর স্মৃতিকে ধরে রাখার অংশ হিসেবে ঢাকায় উ তিরৎ সিং মোমোরিয়াল স্থাপনের প্রয়াস নেওয়া হয়। মেঘালয় রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের আনুকূল্যে হাইকমিশন এই উদ্যোগ গ্রহণ করে।  উ তিরৎ সিংয়ের সংগ্রামী জীবনের আখ্যান তুলে ধরতে একই দিন সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর