শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যারা হত্যাকান্ড চালিয়েছে তাদের রাজনীতির অপমৃত্যু ঘটেছে : নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা অরাজনৈতিক হত্যাকান্ড, নির্যাতন-নিপীড়ন, সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন মাঝপথেই তাদের রাজনীতির রাজনৈতিকভাবে অপমৃত্যু ঘটেছে। গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুর টাউনহলের বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ড. এম ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।  নানক বলেন, আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে বিএনপির মহাসচিবসহ মুক্তিপ্রাপ্ত নেতারা এখন যে কথাগুলো বলছেন, তা তাদের আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষার জন্য বাগাড়ম্বর। ব্যর্থতার কারণে তাদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। আর এদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে এই খুন, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা, এসব খুনের দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরুন নবী ভোলা। পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে সায়াম উর রহমান সায়াম স্মৃতি কর্নার উদ্বোধন করেন। আলোচনা শেষে ড. এম ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর