শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোক্তাদের পক্ষে বলার সংখ্যা ক্রমাগত কমছে : ক্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর্তমান জাতীয় সংসদে নির্বাচিত ৩০০ সদস্যের মধ্যে ১৯৯ জনই ব্যবসায়ী। মন্ত্রিপরিষদ, সিটি করপোরেশন এমনকি রাজনৈতিক দলের নেতাদের মধ্যেও এখন নীতিনির্ধারণী ভূমিকায় আছেন ব্যবসায়ীরা। ফলে ব্যবসায়ীদের বিপক্ষে কোনো কথা এলেই মন্ত্রী, এমপি থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিতরাও ব্যবসায়ীদের পক্ষে কথা বলেন। তাই এখন ভোক্তাদের পক্ষে কথা বলার সংখ্যা ক্রমাগত কমছে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ক্যাব চট্টগ্রাম বিভাগের জেলা কমিটির নেতাদের বিভাগীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জমান। ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. প্রফেসর ইদ্রিস আলী, ক্যাব মহানগর সহসভাপতি আবিদা আজাদ, বান্দরবান জেলা সভাপতি মনিরুল ইসলাম মনু, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক পারভীন হালিম, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, ফেনী জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক কাজী মাসুদুল আলম, ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাসগুপ্ত, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগরের যুগ্মসম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় উপপরিচালক ফয়েজউল্যাহ, জেলা সহকারী পরিচালক নাসরীন আকতার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জমান বলেন, ‘ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে ক্যাবকে জাতির প্রত্যাশা পূরণে আরও সক্ষমতা বাড়াতে হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর