সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পরোপকারী মোমেন আহমেদ চৌধুরী এখন অসহায়

নিজস্ব প্রতিবেদক

পরোপকারী মোমেন আহমেদ চৌধুরী এখন অসহায়

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোমেন আহমেদ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত। ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালনকারী এবং পরোপকারী মোমেন আহমেদ বর্তমানে ঢাকার ইউনাইটেড হসপিটালের ৪২৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তার ছোট মেয়ে সাজিয়া আফরিন জানান, কিছুদিন আগে তার বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। এর কিছুদিন পর পিত্তথলির সমস্যা দেখা দেয়। পরীক্ষায় তার কোলন ক্যান্সার ধরা পড়ে। এ ছাড়া শারীরিক আরও কিছু সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা নিয়মিত চিকিৎসায় আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। মোমেন আহমেদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমাজের হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার কামনা করেছেন। সমসাময়িক নানা বিষয়ে বুদ্ধিদীপ্ত লেখালেখির পাশাপাশি জয়পুরহাটে জনসাধারণের কাছে পরোপকারী হিসেবে পরিচিত মোমেন আহমেদ। দরিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যাননি। নিজের চরম অর্থসঙ্কটের সময়ও তিনি ঋণ দিয়ে পরোপকার করেছেন। অ্যাডভোকেট মোমেন আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে সিদ্ধেশ্বরী, শান্তিনগর, মালিবাগ এলাকায় বলিষ্ঠ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, সিদ্ধেশ্বরী হাইস্কুল শাখার সভাপতি নির্বাচিত হন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর