সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যৌন হয়রানির তদন্তে আলটিমেটাম দিয়ে ক্লাসে ঢাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু করতে ১০ দিনের আলটিমেটাম দিয়ে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আরটিমেটাম দেওয়া হয়। এ সময় ১০ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে বিচার প্রক্রিয়া শুরু না হলে আবারও ক্লাস বর্জন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন বিভাগের এক নারী শিক্ষার্থী। সঙ্গে কিছু অডিও রেকর্ড ও মেসেজের স্ক্রিনশটও জমা দেন তিনি।

অধ্যাপক নাদির জুনাইদ এসব অভিযোগ অস্বীকার করেন এবং কোনো মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানান। বিভাগের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার আগে ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন।

অপরদিকে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে ১১ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ দেখান বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা।

শিক্ষক নাদির জুনাইদের অফিস কক্ষে তালা দেওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষের তালায় সিলগালা এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন। পরে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নিজ ক্ষমতাবলে অধ্যাপক নাদির জুনাইদকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠান।

১৫ ফেব্রুয়ারি বিকালে বিভাগের একাডেমিক কমিটির বৈঠক শেষে শিক্ষার্থীদের একাডেমিক নিরাপত্তা দেওয়া হবে এমন লিখিত আশ্বাস দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকাল থেকে রুটিন অনুযায়ী ক্লাসে ফেরার ঘোষণা দেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর