সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জগন্নাথ হলে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রলীগের দুই দলের মারামারিতে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অপূর্ব চক্রবর্তীর ওপর হওয়া হামলা বুয়েটের আবরার ফাহাদের মতোই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এত বড় একটা অনুষ্ঠান ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি।  তিন দিন ধরে অপূর্ব আইসিইউতে, কেউ দেখতে যায়নি। ছাত্রলীগের শীর্ষ নেতাদের বলব আপনারা হয় এদের নিয়ন্ত্রণ করুন অথবা বহিষ্কার করুন।

এমন ঘটনা যেন আর না হয়, সেজন্য প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর