সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিপাহ ভাইরাস কেড়ে নিল শিশু তহুরার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

নিপাহ ভাইরাস কেড়ে নিল তিন বছরের শিশু তহুরার প্রাণ। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল ঢাকার শিশু হাসপাতালে মারা গেছে তহুরা। তহুরা বরিশালের বানারীপাড়ার ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে। সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামে তাদের বাড়ি। তহুরার চাচা জামাল রেজা জানান, কাঁচা খেজুরের রস খাওয়ার সপ্তাহ খানেক পরে জ্বর আসে। তার পর খিঁচুনি ওঠে। একসময় কথা বলাও বন্ধ হয়ে যায়। এক মাস আগে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও নিরাময় না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসার পর সংকটাপন্ন অবস্থায় তাকে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। শিশু হাসপাতালে ২০ দিন পিআইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে তহুরা মারা যায়। চিকিৎসকরা তহুরা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল বলে তাদের জানিয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর