সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাবিতে মহান শিক্ষক দিবস পালিত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ সৈয়দ ড. শামসুজ্জোহার স্মরণে ‘মহান শিক্ষক দিবস’ পালিত হয়েছে। ঊনসত্তরের এ দিনে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। দিবসটি জাতীয়করণের দাবি জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, শহীদ ড. জোহার জীবনাদর্শ, চিন্তা-চেতনা বাঙালি জাতিকে দিয়েছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শক্তি। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও দিনটি জাতীয়করণ না হওয়া হতাশাজনক।

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর