সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বড় দরপতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

বড় দরপতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু

সপ্তাহের শুরুতে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে কমছে মূল্যসূচক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমেছে। ফলে দুই বাজারেই কমেছে মূল্যসূচক। মূল্যসূচক কমার পাশাপাশি দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১০৭ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ২৫৬টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবসের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমল ১৬৪ পয়েন্ট। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকা।  সে হিসেবে লেনদেন কমেছে ১৫০ কোটি টাকা।

লেনদেনে সব থেকে  বেশি অবদান রেখেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার।

কোম্পানিটির ৪৯  কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৪৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে। দাম কমেছে ১৬৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ১৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর