মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বন্দরনগরীতে এবারও অস্থায়ী মিনারে শ্রদ্ধা নিবেদন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠের অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রামবাসী এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। কারণ নতুন করে নির্মাণ করা কেন্দ্রীয় শহীদ মিনারটিতে ডিজাইনগত ত্রুটি থাকায় এটি সর্বস্তরের মানুষের আপত্তির মুখে রয়েছে।

গতকাল চসিক কার্যালয়ে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তি ও নাগরিক সমাজের প্রতিনিধির সর্বসম্মতিক্রমে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধার সিদ্ধান্ত হয়। ২০২২ সাল থেকে চট্টগ্রামবাসী মডেল স্কুলের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে আসছে।     নগরবাসীর অভিযোগ, নতুন শহীদ মিনারটি দর্শকবান্ধব নয়। চলার পথে চোখে পড়ে না। সিঁড়ি বেয়ে উঠে দেখতে হবে। মিলনায়তন ও গ্রন্থাগারের সঙ্গে শহীদ মিনারকে যুক্ত করতে গিয়ে সড়কের ওপর ওভারব্রিজ নির্মাণ করায় ঢেকে যায় শহীদ মিনার। দেখা যায় না নিচ থেকে। তাই নাগরিক সমাজ এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আপত্তি জানান। এ আপত্তির মুখেই আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে না। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর