মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এ কে এম সামসুজ্জোহার ৩৮তম মৃত্যুবার্ষিকী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

এ কে এম সামসুজ্জোহার ৩৮তম মৃত্যুবার্ষিকী

ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে এবারও নারায়ণগঞ্জের চাষাঢ়ার বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগ, সব সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। গণ পরিষদ সদস্য ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের সদস্য এ কে এম সামসুজ্জোহার বাবা মরহুম খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষাসৈনিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং এমএনএ। ঐতিহ্যবাহী ওসমান পরিবারের আদিনিবাস নারায়ণগঞ্জের ‘বায়তুল আমান ভবন’ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বীজ বপন করা হয়েছিল।

বাংলার মুক্তিসংগ্রাম তথা স্বাধীনতাযুদ্ধের সনদ ছয় দফা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে প্রয়াত সামসুজ্জোহার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৬৬ সালের ৮ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারায়ণগঞ্জ বালুর মাঠে বিশাল জনসভায় ছয় দফার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। ওই জনসভায় সভাপতিত্ব করেন এ কে এম সামসুজ্জোহা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সামসুজ্জোহা সর্বপ্রথম হাই কোর্টে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সামসুজ্জোহাকে ২০১২ সালে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়। সামসুজ্জোহার সহধর্মিণী ও রত্নগর্ভা নাগিনা জোহাও ছিলেন ভাষাসৈনিক। সামসুজ্জোহার ছেলে নাসিম ওসমান জাতীয় পার্টি থেকে একাধিকবার এমপি হয়েছেন, মেজো ছেলে বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি ও ছোট ছেলে এ কে এম শামীম ওসমান এমপিও একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর