মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দিল ঢাবি ছাত্রলীগ

শীর্ষ চার নেতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দিল ঢাবি ছাত্রলীগ

আংশিক কমিটি ঘোষণার প্রায় ১৪ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের ২৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার শীর্ষ চার নেতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে একযোগে নিজেদের ফেসবুক টাইমলাইনে কমিটি প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদ ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদ ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদ ৩৬ জন। এ ছাড়া উপসম্পাদক পদ ১৩৭ জন, সহসম্পাদক পদ ১০ জন এবং ১১ জন সদস্য পদ পেয়েছেন। সহসভাপতি পদ পেয়েছেন মো. মেহেদী হাসান নিবিড়, আরাফাত হোসেন অভি (শহীদুল্লাহ হল), মোজাম্মেল হক, লিয়ন বালা, মো. আল-আমিন, এম এস হোসাইন টিটু, নাজমিন আফরোজ কেয়া, ইব্রাহিম খান, বি এম সজীব হোসাইন, সালমান সাদিক ফয়সাল, কাজী হেলাল উদ্দিন মাসুম, জয়ন্ত ঘোষ, কামরুল হাসান রাফি, তৌহিদুল হাসান রিসাল, মো. নাইমুন্নবী চৌধুরী তুষার, মো. ওয়ালি উল্লাহ, রবিউল অর্ণব, তিথি দত্ত, মো. সোহান মিয়া, ফাহাদ বিন হাসান, রুবায়েত হাসান সামির, ফারুক শেখ, মো. রাসেল মিয়াজী, শাহরিয়ার শুভ্র, আলমগীর হোসেন বাবলু, আহসানুল হক শিমুল, সামিউজ্জামান, আবদুল্লাহ আল জুবায়ের, রিফাত হোসেন (সূর্যসেন হল), ফজলে এলাহি জিসান, সোলেমান হোসেন রনি, জাহিদুল ইসলাম (শহীদুল্লাহ হল), রনক আহম্মদ শাওন, মেহেদী হাসান শাকিল, মো. নাফিজ ফুয়াদ, আক্তারুল করিম রুবেল, এম এম আবিদ, আবু তালেব, ফারজানা পারভীন, মো. তামজিদ ভূঁইয়া মেঘ, রেজাউল করিম রিয়াদ, সফিকুল ইসলাম (এফ রহমান হল), ইব্রাহিম খলিল হিমু, শেখ ইসমাইল, শেখ জাহিদ হাসান, তাসনীম বিন সামাদ সাব্বির, মুহাম্মদ জয়নাল আবেদীন, লায়েব উদ্দিন, এম এইচ রাকিব সরদার, নূর উদ্দিন, জায়েদুল ইসলাম ফারাবী, খায়রুল বাশার (শহীদুল্লাহ হল), সজীব ভূঁইয়া, আশীষ চন্দ্র রায়, রাহুল ইসলাম, আনিকা ইবনাত ইতু, মো. শান্ত আলম, মো. সোহান শেখ, আসিফুল হাবিব, মো. তোফায়েল হোসেন ও রাহাদ ইসলাম শাকিল। এ ছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ভূঞা, ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রায়হান সরকার, প্রচার সম্পাদক? সায়েক্স শাহরিয়ার নীরব, দফতর সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ। উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন ২০২২ সালের ২০ ডিসেম্বর। ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকত পদ পান। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০ (খ) ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর’। সেই হিসেবে গত বছরের ২০ ডিসেম্বর শেষ হয় শয়ন-সৈকতের নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ। ঢাবি ছাত্রলীগের নির্ধারিত এক বছর মেয়াদ শেষ হওয়ার পর কমিটি পূর্ণাঙ্গ করা হলো।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর