মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ডেইলি স্টার সাংবাদিকের গৃহকর্মী প্রীতির মৃত্যু

দোষী কেউ ছাড় পাবে না : ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুর ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এমন তথ্য দিয়ে বলেছেন, প্রীতির মৃত্যুর ঘটনায় দোষী কেউ ছাড় পাবে না। ডিবি তার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিবি প্রধান বলেন, কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলাটি মোহাম্মদপুর থানায় করা হয়। বর্তমানে মামলাটি ডিবির তেজগাঁও বিভাগে এসেছে। আসামিরা রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ডে তাদের জেরা করা হয়েছে। সিসি ক্যামেরার মেমোরি কার্ড এখনো পাওয়া যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে। গৃহকর্মী কীভাবে মারা গেল সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চলছে। আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করা হবে। গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে পড়ে মৃত্যু হয় মৌলভীবাজারের এক চা শ্রমিকের মেয়ে প্রীতি ওরাং। এ ঘটনায় পরদিন তার বাবা লোকেশ ওরাং মোহাম্মদপুর থানায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন। মামলার পরই দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সৈয়দ আশফাকের বিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ এবং মানববন্ধন করে আসছে বিভিন্ন সংগঠন। এর আগে চার দিনের রিমান্ড শেষে গত রবিবার সৈয়দ আশফাক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠানো হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার মহানগর হাকিম আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৭ ফেব্রুয়ারি আসামিদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর