বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিক্ষকের ওপর হামলার ঘটনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উত্তাল

অধ্যক্ষ অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সন্ত্রাসী হামলায় শিক্ষক আহত হওয়ার ঘটনায় খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে দায়ী করে গতকাল সকাল থেকে তাকে অবরুদ্ধ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।  জানা যায়, সোমবার সন্ধ্যায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মারুফ আহমেদকে বাইপাস সড়কে সন্ত্রাসীরা মারধর করে আহত করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মারুফ আহমেদ বিগত দিনে অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।

আন্দোলনকারীরা বলেন, প্রশিক্ষকদের সম্মানি প্রদান না করে অধ্যক্ষ ব্যক্তিগত কাজে ওই টাকা ব্যয় করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রতিষ্ঠানের গাছ কেটে বিক্রি, অধীনস্থ কর্মচারীদের শারীরিক-মানসিকভাবে লাঞ্ছিত করা ও গালিগালাজ হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম জানান, তিনি সরকারি কাজে কোনো ধরনের ছাড় দিতে রাজি নন।

 এখানকার কিছু কর্মকর্তা-কর্মচারী অন্যায়ের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে তদন্তে ছাড় দেওয়া হয়নি বলেই তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর