বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সূচকের পতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সূচকের পতন, কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় দিনেও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিসংখ্যক কোম্পানির শেয়ারদর বাড়লেও দিন শেষে সূচক কমেছে। লেনদেন কমে ৭০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে দিনের লেনদেন শেষে ১৮৪ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। দাম কমেছে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা সাত কার্যদিবসের পতনে ডিএসইর প্রধান সূচক কমল ১৯০ পয়েন্ট। কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮১৮ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন কমেছে ৫৩ কোটি ৯৪ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশের শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংয়ের ৩১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬৩ প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দাম বেড়েছে। দাম কমেছে ১২৯টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৯ কোটি ৩৩ লাখ টাকা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর