শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সেনাবাহিনী দেশ ও জাতির কল্যাণে সবসময় নিয়োজিত : সেনাপ্রধান

সাভার প্রতিনিধি

সেনাবাহিনী দেশ ও জাতির কল্যাণে সবসময় নিয়োজিত : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল সাভারে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৪ এ কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন -আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির কল্যাণে সব সময় নিয়োজিত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল দুপুরে সাভারের সিএনবি এলাকায় রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৪ ও প্রথম কোরের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, বর্তমান সরকার সেনাবাহিনীর আধুনিকায়নে সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জাতীয় নিরাপত্তা রক্ষাসহ এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে তিনি সেখানে একটি অ্যাভোকাডো গাছের চারা রোপণ করেন। এর আগে সেখানে সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের দ্বিতীয় ‘কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন সাভার এরিয়ার জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। এ সময় সেখানে প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর