শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে দুই দিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার রাত থেকে বৃষ্টিপাত কমে আসবে। গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আজ ও কাল রাতে শীত অনুভূত হতে পারে। এদিকে গতকাল সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও বিকাল ৪টার দিকে চারদিক কালো করে মেঘ জমে আকাশে। শুরু হয় বৃষ্টি। এতে গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পায়। বাতাসে ধুলা কমে যায়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, গতকাল রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। আজও সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর