শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

পবিত্র রমজানে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর দুপুরের সিদ্ধান্ত রাতেই স্থগিত করেছে সরকার। গতকাল দুপুরে ১ কেজির প্যাকেটজাত লাল চিনির দাম ২০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১৬০ টাকা। একই হারে বাড়ানো হয় মিলগেটে বস্তাজাত চিনির দামও। তবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর জারি করা এ মূল্যহার কার্যকর হওয়ার আগেই গতকাল সন্ধ্যায় স্থগিত করে শিল্প মন্ত্রণালয়। ফলে আগের দাম ১৪০ টাকা কেজি দরেই বিক্রি হবে প্যাকেটজাত লাল চিনি। বিএসএফআইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশি চিনির বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে করপোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয়মূল্য ১৫০ টাকা (১ কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (১ কেজি) নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া করপোরেশনের ১ কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা; পাশাপাশি বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেসমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৬০ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর