শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য প্রশংসিত

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জনসহ প্রশংসাপত্র অর্জন করে। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেডকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের উদ্দেশ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। এরপর থেকে গত দুই যুগ ধরে প্রতিষ্ঠানটি প্রযুক্তিপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী উৎপাদন ও বিপণনের মাধ্যমে জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজীপুরে বিএমটিএফের নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে ক্রেতাদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং পণ্যগুলো ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারই প্রথমবারের মতো বাণিজ্য মেলায় একটি প্যাভিলিয়নে আটটি স্টলের মাধ্যমে ৪৩৭টি পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। বিএমটিএফের উৎপাদিত কসমেটিকস্, লেদার আইটেম, জুতা, অ্যাপারেলস, ইলেকট্রিক বাল্ব, জার্মনিল হ্যান্ড স্যানিটাইজার, ফার্নিচার, প্যাকেজিং আইটেম প্যাভিলিয়নে স্থান পেয়েছে। এ ছাড়াও ছিল র‌্যাঙ্ক ব্যাজ, মেডেল, ক্রেস্ট, লোশন, কোটপিন, ড্রেস, এলইডি বাল্ব, সোলার বাল্ব, চেয়ার-টেবিল, সোফা, খাট, প্যাকেজিং সিস্টেম, হ্যান্ডব্যাগ, স্থান সংকুলানের জন্য স্বয়ংক্রিয় দ্বিতল পার্কিং সিস্টেম ভার্টি পার্ক, ব্যাটারিচালিত বাহন পুলক ও বাহকসহ নানা পণ্য। এসব পণ্যসামগ্রী ক্রেতা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। 

উল্লেখ্য, বিএমটিএফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম দায়িত্বে রয়েছেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর