শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জনমত উপেক্ষা করে ডামি নির্বাচন করা হয়েছে

-বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেছেন, ভোটারবিহীন ডামি নির্বাচন করা হয়েছে। জনগণ ভোট না দিয়ে সরকারকে লালকার্ড দেখিয়ে দিয়েছে। তাই গণদাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করুন। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররমের সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে নির্বাচন বাতিল, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত অধ্যায় বাতিলসহ নানা দাবিতে মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

 ও সহসভাপতি মাওলানা আবদুল্লাহ আশরাফের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালি, মাওলানা ফজলুর রহমান, মোল্লা খালিদ সাইফুল্লাহ, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী।

মাওলানা জালালুদ্দীন আহমাদ আরও বলেন, সরকার দেশের পুরো অবকাঠামো ভেঙে ফেলেছে। একদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, অন্যদিকে চিকিৎসকের অবহেলায় একের পর এক মানুষ মারা গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর