শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

২০ এপ্রিল যুক্তরাষ্ট্রে ছয় দেশের সমন্বয়ে বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আগামী ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রে প্রথম বাঙালির বৈশাখী উৎসব উদযাপন করা হবে। এবার দক্ষিণ এশিয়ার ছয় দেশের প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে এ উৎসব উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছেন। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান। ‘সাউথ এশিয়ান বৈশাখী সেলিব্রেশন’ শিরোনামে এ কর্মসূচি পালন করবে ২০ এপ্রিল শনিবার বিকাল থেকে মধ্যরাত অবধি। বর্ণাঢ্য এ অনুষ্ঠান ম্যারিল্যান্ডের গেইথারসবার্গ সিটিতে ৫০৬ সাউথ ফ্রেডারিক এভিনিউতে অবস্থিত বহরের পার্ক রিক্রিয়েশন সেন্টারে। অনুষ্ঠানটি পরিচালনা করবে ‘বাংলাদেশি আমেরিকান কাউন্সিল ইনক’ নামের সংগঠন।। এ সংগঠনের পক্ষে ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম নেতা আনিস আহমেদ এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

এটি বৈশাখ বা বাঙালির উৎসব নয়, এটি দক্ষিণ এশিয়ার ছয় দেশের মানুষের প্রাণের উৎসব।

বহুজাতিক এ সমাজে দৃশ্যমান করার অভিপ্রায় থেকে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনে আমরা সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছি। আনিস আহমেদ আরও জানান, কর্মসূচিতে প্রবাস প্রজন্মের ব্যাপক উপস্থিতির পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে মা-বাবার বর্ণাঢ্য ও ঐতিহ্যমন্ডিত সাংস্কৃতিক ধারার সঙ্গে প্রজন্মকে পরিচিত করার প্রয়াস থাকবে। দক্ষিণ এশিয়ান খাদ্য-পোশাক এবং নাচ-গানের আয়োজনকেও সেভাবেই সাজানো হচ্ছে। থাকবে ফ্যাশন শো। বৈশাখী আমেজে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত রাখার লক্ষ্যে এটাই প্রথম উদ্যোগ বলে দাবি করেন আনিস আহমেদ। এ উৎসবের গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন ইন্টারন্যাশনাল ফ্র্যাগনেন্স ইনকের কর্ণধার মিজানুর রহমান এবং রাহেলা সুইটি। স্পন্সরদের অন্যতম হচ্ছে ‘শিখ অব আমেরিকা।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর