শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুন্দর দেশ গড়তে আট দাবি ইসলামী যুব মজলিসের

নিজস্ব প্রতিবেদক

‘সুন্দর বাংলাদেশ’ গড়তে ইসলামী যুব মজলিস আটটি দাবি জানিয়েছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী যুব মজলিসের প্রথম জাতীয় যুব কনভেনশনে এসব দাবি তোলা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে যুবকদের ইসলামী আদর্শে উজ্জীবিত ও দেশপ্রেমে উজ্জীবিতের ব্যবস্থা করা। কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রীয় বাজেটে অগ্রাধিকার দেওয়া, বেকার যুবকদের ভাতা দেওয়া, যুব উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা এবং সবধরনের মাদক নিষিদ্ধ করা। কনভেনশনে তাওহীদুল ইসলাম তুহিনকে সভাপতি ও সোহাইল আহমদকে সাধারণ সম্পাদক করে যুব মজলিসের ১৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক ড. আহমদ আবদুল কাদের।

কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, বেকার সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই। বেকারত্বের অভিশাপে হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে যুবসমাজ। ঘুষ, স্বজনপ্রীতি, দলীয় পরিচয় ছাড়া সরকারি চাকরি হয় না। যুব সমাজের নৈতিকতা ধ্বংসের জন্য অপসংস্কৃতি, অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। ইসলামী যুব মজলিসের আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে ও সদস্য সচিব তাওহীদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিলসহ সারাদেশ থেকে আগত যুব প্রতিনিধিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর