শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ ও ভারত অকৃত্রিম বন্ধু : ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারত অকৃত্রিম বন্ধু : ফরিদা ইয়াসমিন

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, বাংলাদেশ ও ভারত অকৃত্রিম বন্ধু। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের নয় ব্যক্তির সঙ্গে ব্যক্তিরও।

গতকাল বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে অনুষ্ঠিত আচার্য ড. দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আচার্য ড. দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত ও ড. দীনেশচন্দ্র সেন গবেষণা পরিষদ বাংলাদেশের যৌথ আয়োজনে ছয় গুণীকে ড. দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে ড. দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, ভারতের বীরভূমের কবি অধ্যাপক ড. বিমল কুমার থান্দার, বিশিষ্ট সাহিত্যিক ড. নাসরীন জেবিন ও সৈয়দা রুখসানা জামান শানু। আর দীনেশচন্দ্র সেন ও সিস্টার নিবেদিতা স্বর্ণপদক পেয়েছেন সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন পদকপ্রাপ্তদের পদক তুলে দেন। অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন বলেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর হাত ধরেই ভাষা আন্দোলনের সূচনা ঘটে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ’৫২ সালে আমরা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি পাই। এরই পথ বেয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ’৬৬ তে ছয় দফা, ’৬৯-এর গণ অভ্যুত্থান এবং সবশেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা আমাদের স্বাধীন একটি দেশ উপহার দিয়েছেন। তিনি বলেন, দীনেশচন্দ্র সেনের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে হবে দেশের সর্বস্তরে। না হলে নতুন প্রজন্ম দীনেশচন্দ্র সেনকে ভুলতে বসবে। মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান মো. শামসুদ্দীন, প্রলয় সমাদ্দার বাপ্পী, উৎপল বড়ুয়া, অধ্যাপক ড. মন্দিরা দা। স্বাগত বক্তব্য দেন, ড. দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর দেবকন্যা সেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর