শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পদক পাচ্ছেন ৪০০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

অতীতের সব রেকর্ড ভেঙে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৪০০ জনের একটি তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হবে। পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, এবারের পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। পুলিশ সপ্তাহের প্রথম দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন। সংশ্লিষ্টরা জানান, এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মানজনক। পুলিশ কর্মকর্তারা এ জন্য আর্থিক সুবিধা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে। পদকপ্রাপ্ত কয়েকজন হলেন- অতিরিক্ত ডিআইডি মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোছা. ফরিদা ইয়াসমিন, রিফাত রহমান শামীম, ড. এ এইচ এম কামরুজ্জামান, এসপি হায়াতুল ইসলাম খান, মো. মাহফুজুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, তারেক আহমেদ, মাহমুদুল হাসান, মোহাম্মদ নূরুল আমিন, মোহাম্মদ তারেক বিন রশিদ, আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, এস এম সিরাজুল হুদা, মো. ছাইদুল হাসান, মো. মোস্তফা কামাল রাশেদ, শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত এসপি মো. আসাদুজ্জামান, ইফতেখায়রুল ইসলাম, মো. শাহাদত হোসেন সুমা, মো. মোস্তফা কামাল, মিশু বিশ্বাস, এএসপি শফিকুল ইসলাম, মধুসূদন দাস, মো. ইমরান হোসেন মোল্লা, পরিদর্শক মো. আবুল হাসান ও মো. বাচ্চু মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর