শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাকৃতিক গ্যাস সিলিন্ডারে ভরার সময় বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবদুর রশিদ মিয়া পৌরসভার সাহাপুর গ্রামের মৃত খালেকের ছেলে। জানা গেছে, নিহত আবদুর রশিদ মিয়া ও তার ভাই শহিদুল দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস অবৈধভাবে সিলিন্ডারে করে নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার ও কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন। প্রতিদিনের মতো ২০ ফেব্রুয়ারি রাত ১টায় বোতলজাত করার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে রশিদ মিয়া দগ্ধ হন।

পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।

রশিদের মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পলাশ জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিন বলেন, সকালেই মৃত রশিদের স্বজনরা একটি অপমৃত্যু রিপোর্ট লেখা কাগজ থানায় জমা দিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর