রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশি সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি

কওমি মাদরাসা শিক্ষক পরিষদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কৃষ্টি-কালচার ও সাংস্কৃতিকে প্রাধান্য দিয়েই পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ। গতকাল গাজীপুর কাপাসিয়ায় মাদরাসা দাওয়াতুল হক দেওনা প্রাঙ্গণে পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে পরিষদ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা এ দাবি জানান। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আরও বলেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। এ দেশের মানুষ ধর্মভীরু। দুঃখজনক হলেও সত্য আমাদের পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে ভিনদেশি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বেশ কিছু অধ্যায় সুপরিকল্পিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞ আলেমদের সমন্বয়ে কমিটি গঠন করে ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত সব অধ্যায় বাতিল করে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করতে হবে। পরিষদের মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী ও মাওলানা আবদুল মজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাবিবুর রহমান খান, মাওলানা আবদুল বাতেন কাসেমী প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর