রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গ্রিন ফ্যাক্টরির তালিকায় আরও দুই গার্মেন্ট

নিজস্ব প্রতিবেদক

আরও দুটি পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা বাংলাদেশে সবুজ কারখানা এখন ২০৯টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৭৯টি, গোল্ড ১১৬টি, সিলভার ১০টি ও সার্টিফাইড চারটি। গতকাল পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা যায়। নতুন গ্রিন ফ্যাক্টরির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নারায়ণগঞ্জের ফকির ইকো নিটওয়্যার লিমিটেডের আরএমজি বিল্ডিং ও টাঙ্গাইলের কমফিট ইকো ভিলে। ৮৫ পয়েন্ট নিয়ে দুটোই প্লাটিনাম ক্যাটাগরির গার্মেন্ট। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। প্রতিষ্ঠানের তথ্যমতে, বাংলাদেশে এখন গ্রিন ফ্যাক্টরি ২০৯টি।

উল্লেখ্য, গ্রিন ফ্যাক্টরির তালিকায় বাংলাদেশ শীর্ষ স্থানে আছে। বিশ্বের শীর্ষ ১০০টি সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) মধ্যে বাংলাদেশেরই এখন ৫৪টি। সেরা ১০টির মধ্যে ৯টি এবং সেরা ২০টির মধ্যে ১৮টি বাংলাদেশের।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর