রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাবুবাজার ব্রিজে তীব্র যানজট হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর পোস্তগোলা (বুড়িগঙ্গা প্রথম) সেতুর সংস্কার কাজের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। এতে বাবুবাজারের (বুড়িগঙ্গা দ্বিতীয়) সেতুর দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের কদমতলী থেকে গুলিস্তান পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাবুবাজার সেতুর ওপরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে যানবাহন। এতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। গতকাল সকাল ১০টা থেকে রাত ৯টা পযন্ত বাবুবাজার সেতুতে গিয়ে দেখা যায়, যানজট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে শুরু হয়ে রাজধানীর গুলিস্তান গিয়ে শেষ হয়েছে এবং সেতুর ওপর কেরানীগঞ্জ থেকে ঢাকাগামী কয়েক শ যানবাহন স্থবির হয়ে আছে। দীর্ঘক্ষণ গাড়িতে বসে অপেক্ষার পর হাজার হাজার নারী-পুরুষ গাড়ি থেকে নেমে কাঁধে ও হাতে ভারী ব্যাগ বহন করে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। শরীয়তপুর থেকে আসা আবদুল হামীম নামে এক বাসযাত্রী বলেন, ‘আমার নানি অসুস্থ হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। তাঁকে দেখতে মাকে নিয়ে ঢাকায় এসেছি। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে দীর্ঘ যানজটের কারণে কদমতলীর লায়ন মার্কেট পর্যন্ত আসতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। এর পরও থেমে থেমে বাস চলছে। দীর্ঘক্ষণ পর কিছু পথ যাওয়ার পর আবারও বাস বন্ধ হয়ে থাকে। এতে মা নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকা জেলার দক্ষিণ ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বুড়িগঙ্গা নদীর (পোস্তগোলা) প্রথম সেতু সংস্কারের কাজ চলার কারণে বাবুবাজার ব্রিজে যানজটের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর