মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জমে উঠেছে ঢাকা বার নির্বাচন

সভাপতি পদে আলোচনায় আবদুর রহমান হাওলাদার

আদালত প্রতিবেদক

আগামীকাল ২৮ ও পরদিন ২৯ ফেব্রুয়ারি দুই দিনে অনুষ্ঠিত হবে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে এসে এশিয়ার বৃহত্তম এই আইনজীবী সমিতির নির্বাচন জমে উঠেছে। সাদা প্যানেল নামে আওয়ামী লীগ ও নীল প্যানেল নামে বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকার আদালতপাড়ায়। নির্বাচন কমিশনার নজরুল ইসলাম শামীম জানান, এবার ভোটার প্রায় ২১ হাজার ৮৩০ জন। সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে নীল প্যানেলে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের মূল লড়াই হবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে। ভোটাররা জানান, প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের সাদা দলের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার অনেকটা এগিয়ে রয়েছেন। আবদুর রহমান হাওলাদার ১৯৯৭-৯৮ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির লাইব্রেরি সেক্রেটারি ও ২০০৮-০৯ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার বলেন, আমার ৩৬ বছরের পেশাগত জীবনে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অকুতোভয় সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছি। ১৯৭১ সালে ৮ নম্বর সেক্টরে মহান মুক্তিযুদ্ধ করেছি। আমি এবারও সেবার মানসিকতা নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা বারকে আরও বেশি স্মার্ট করতে একটি সেবামূলক অ্যাপস শিগগিরই চালু করব। পেশাগত মানোন্নয়নের জন্য আইনবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও লিগ্যাল রিসার্চ, দুর্নীতিমুক্ত আইন অঙ্গন প্রতিষ্ঠাই হবে আমার মূলমন্ত্র। তিনি আরও বলেন,  বার ও বেঞ্চের সম্পর্ক বৃদ্ধি করে সৌহার্দ গড়ে তুলব। বিগত কমিটি কর্তৃক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বঙ্গবন্ধু ভবন এস-২ নির্মাণকাজসহ ২০২৩-২৪ সালের কমিটি বারের আধুনিকায়নে যে কাজ শুরু করেছে তা অব্যাহত রাখব।

 

সর্বশেষ খবর