মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন অধ্যাপক মোস্তাফিজুল হক

নিজস্ব প্রতিবেদক

মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন অধ্যাপক মোস্তাফিজুল হক

মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পেয়েছেন বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। চিত্রশিল্পে অনবদ্য ভূমিকা, বিশেষ করে চিত্রাঙ্কনে শিশুদের আগ্রহ তৈরি ও তাদের সৃজনশীল মনোবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন। ২৪ ফেব্রুয়ারি বিকালে কলকাতায় রথীন্দ্র মঞ্চ, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক মন্ত্রী ও এমপি রেখা গোস্বামীর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এক প্রতিক্রিয়ায় মোস্তাফিজুল হক উদ্যোগটির প্রশংসা করে একে দুই বাংলার শিল্প-সংস্কৃতির অটুট সেতুবন্ধ বলে উল্লেখ করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট’-এর প্রতি। মোস্তাফিজুল হক বলেন, দিনশেষে রং পেনসিল হাতে শিশুদের আর্ট শেখানোর মাধ্যমেই প্রকৃত সৃষ্টির আনন্দ খুঁজে পাই আমি। অধ্যাপক মোস্তাফিজুল হক বাংলাদেশের বিশিষ্ট শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞ। বরেণ্য এই শিল্পী ১৯৭৫ থেকে প্রায় অর্ধশতক ধরে কোমলমতি শিশুদের সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ খবর