মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসা নিতে যেন অসুবিধায় পড়তে না হয় : স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

চিকিৎসা নিতে যেন অসুবিধায় পড়তে না হয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা নিতে এসে মানুষকে যেন অসুবিধায় পড়তে না হয় সে লক্ষ্যে কাজ করব। এরই মধ্যে আমি সবাইকে কড়া নির্দেশ দিয়েছি। গতকাল সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি যেন চিকিৎসাব্যবস্থা সারা দেশে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালগুলো যেন স্বাবলম্বী করতে পারি। মন্ত্রী বলেন, চিকিৎসকরা গ্রামে থাকতে চান না- এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। এ সময় কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট, ভারতেশ্বরী হোমস ও দক্ষতা উন্নয়ন প্রকল্পসমূহসহ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে কুমুদিনী নার্সিং কলেজের নবাগত ছাত্রীদের ‘শিরাবরণ’ অনুষ্ঠানে যোগ দেন এবং ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

সর্বশেষ খবর