বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় হেলমেট দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চাঁদা না দেওয়ায় নাইম সিকদার (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে হেলমেট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরের উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়ায় মাহবুব সিকদার নামে এক ব্যক্তি এ হামলা চালান। হামলার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এ ঘটনায় মামলা নেয়নি নগরের কাউনিয়া থানা পুলিশ। ঘটনাস্থলের পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তালতলী বাজারের মাছ ব্যবসায়ী নাইম সিকদার সিকদারপাড়ার একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। মাহবুব সিকদার মোটরসাইকেলে সেখানে এসে হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে নাইম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অভিযুক্ত পালিয়ে যান। স্থানীয়রা নাইমকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করেন। নাইমের বড় ভাই মজিবর সিকদার জানান, ‘মাহবুব সিকদার চিহ্নিত চাঁদাবাজ। দাবি করা চাঁদা না দেওয়ায় নাইমকে মারধর করেছে। হামলার ঘটনায় কাউনিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ নেয়নি। এ কারণে আদালতে মামলার প্রস্তুতি নিয়েছেন তারা।’

নগরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পুলিশ আসার আগেই অভিযুক্ত পালিয়েছেন। অভিযোগ দিতে আহতের স্বজনরা থানায় এসেছিলেন। পরে অভিযোগ না দিয়েই চলে গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর