বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
উপস্থাপিত হবে ১০৪টি গবেষণা

১১০০ চিকিৎসক নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেশ বিদেশের ১ হাজার ১০০ জন চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা কনফারেন্স। কনফারেন্সে উপস্থাপন করা হবে চিকিৎসা ও রোগ নিয়ে ১০৪টি গবেষণাপত্র। কাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নগরের শমসেরপাড়া চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব তথ্য জানান কনফারেন্স কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এ সম্মেলনের আয়োজন করছে। এ সময় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, সিআইএমসি হাসপাতালের পরিচালক ডা. আমির হোসেন, সিআইডিসি অধ্যক্ষ ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী হোসাইন, সিআইডিসি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শাহিকুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর