বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডলারের দাম ওঠানামার কারণে বিমান ভাড়া বাড়ছে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ডলারের দাম ওঠানামার কারণে বিমান ভাড়া বাড়ছে : পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে ডলারের দাম ওঠানামার কারণে বিমান ভাড়া বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, ভবিষ্যতে যাতে অযৌক্তিকভাবে বিমান ভাড়া না বাড়ে সে বিষয়ে খেয়াল রাখা হবে। গতকাল দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নতুন নতুন এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকটের কারণে পৃথিবীর সব দেশে উন্নয়ন কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে। আমাদের দেশে ডলার ও আন্তর্জাতিক কিছু সংকট রয়েছে। সে জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে। পরে মন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর